ছন্দে বর্ণে সাজাও       আমি হই কবিতা
সুরে সুর দিয়ে বাঁধো    তাই আমি গীতিকা
আমায় দিয়েছ ডানা      পেড়োয় সীমানা
প্রাণেতে অযুত শক্তি     শত্রু শিবিরে হানা ।।


গোপনে গোপনে আঁধার জমেছে সমাজের কোনে কোনে ।
কিরণে কিরণে আলোকিত করি প্রতিটি জনমনে ।  
প্রকাশে প্রকাশে উদ্ভাসিত আনন্দ- প্রাঙ্গনে ।
ফুলে ফুলে করি বিকশিত বঞ্চিত প্রান মনে ।।


সাথে সাথে থাক তাই     আমি তিমির-বিনাশী  
কাছে কাছে থাকো তাই   কুয়াশা পেড়িয়ে হাসি ।
লেখনিতে ফুটে ওঠে       আমি জেগে থাকা দর্পণ ।
মুখ মুখোশের তফাত      আমি তারে করি বর্ণন ।।


ছন্দে বর্ণে সাজাও       আমি হই কবিতা
সুরে সুর দিয়ে বাঁধো    তাই আমি গীতিকা
আমায় দিয়েছ ডানা      পেড়োয় সীমানা
প্রাণেতে অযুত শক্তি     শত্রু শিবিরে হানা ।।