রাতের রজনীগন্ধা নীরবে বলে যায়
আমি আছি তোমার সাথে হালকা সুবাসে।
দিনের তারাগুলো ঘুমিয়ে ছিল
একটা একটা করে জেগে ওঠে আঁধার আকাশে।
দিনের বুকে রাত্রি কলম ফুটিয়ে
ক্রমশ ছেয়ে ফেলে অনন্ত গভীর তমসায় ।
দিনের জাগতিক শব্দেরা তখন
একে একে ছুটি নিয়ে নিস্তব্ধতা রেখে যায়।
রাত্রি তখন মধুরতম সুরে নূপুর বাজায়
সেই সুর শুনতে আসে অপরিচিতা এক কন্যে।
ঝিঁঝিঁর ঐক্যতানে কোন ধ্রুপদী গানে
মন উদাসী কোন সে উপত্যকার সিন্ধুবালার জন্যে।
কোলাহল সব দূরে সুরে গেছে
অচেনা এক পরশে ঘন ঘন রোমাঞ্চিত বাঁশের বন।
পৃথিবী তখন ঘুমিয়ে পড়েছে পরম শান্তিতে
আগামী জানে সৃষ্টি সুখের এইতো পরম লগন।