অনেকবার তুলি চাইলাম ও দিল না।
বারবার চাইলাম তাও দিল না।।
আমার কি কষ্ট হচ্ছিল
বুকের ভিতর বোঝাতে পারলাম না।
নাকি ও ইচ্ছা করে বুঝতে চাইল না। জলে ধুয়ে রং গুলো সব ফেলে দিল
তাও আমাকে রং তুলি দিল না।
ইচ্ছা ছিল সবুজ পাতাটাকে
হলুদ করি।
লাল না হয় নীল করি ফুলটাকে।
সবুজ ঘাস গুলোকে কালো ভাবতাম। আকাশটাকে ধূসর করে দিই।
হলুদ লাল মিশিয়ে যত্রতত্র আগুন ছড়াই।
এত কষ্ট আমার চোখে বৃষ্টি নামে।
সেই বৃষ্টির জলের সব রং ধুয়ে গেল।
কোথায় হারিয়ে গেল তুলি।
বৃষ্টির সুরে তিতলি বলল
ধ্বংস নয় সৃষ্টির রঙের ছবি আঁকো।