স্রষ্টা জবাব দেবে ?
কেন তোমার অপরূপ সুন্দর সৃষ্টি
এইভাবে তাথৈ তাথৈ নটরাজ নৃত্য সহযোগে
নিষ্ঠুর ধ্বংসের লীলা খেলার রুদ্রুরপে প্রকট হলে ।


স্রষ্টা জবাব দেবে ?
আকাশ ভেঙে অবিরাম বৃষ্টি ধারায়
জল থই থই জলস্রোত বেণীর বাঁধন খুলে
ডেকে আনলে অজস্র করাল মৃত্যুর সাপের ফণা ।


স্রষ্টা জবাব দেবে ?
চোখের সামনে চকিতে ভেসে যাচ্ছে
প্রিয়জনের দিকে হাত বাড়াতেই সে আর নেই
তীব্রস্রোতে সে নেহাত খড়কুটো শুধু বাঁচাও ধ্বনি শুনি ।


স্রষ্টা জবাব দেবে ?
ঘরের টুকিটাকি ঠুনঠুন আওয়াজে ভাসছে
তাসের ঘরের মতো ভালবাসার পোক্ত গোটা ঘর  
ছেলেখেলার মত জল ঘূর্ণিতে টুপ করে যেন ডুব দিল ।


অভিশাপ আগুনে পুড়তে চাও?
সব হারিয়ে আমি আজ কিন্তু মৃত্যুঞ্জয়ী;
ঘরে বাইরে শকুন উড়ছে নিজ নিজ স্বার্থে নিয়ে
স্রষ্টা দ্রুত ফিরিয়ে দাও আমার জলছবির মতন দেশ ।