কবিতার খাতা থেকে বৃষ্টির জল
সবটুকু কবিতা শুষে নিয়েছে - যেন ব্লটিং পেপার ।
আমাদের ভালবাসা দারুন খরায়
হয়তো সবটুকু শুকিয়ে গেছে - যেন ফুটিফাটা জমি ।
গানের প্রথম কলি ভুলে গিয়েছি  
হয়তো তার ছিঁড়েছে তানপুরার  - যেন একটা শ্মশান ।
আকাশের দিকে দুহাত বাড়িয়ে
হয়তো কিছু চেয়েছি যা পাইনি - যেন একরাশ শুন্যতা ।
মাটির গভীরে শিকড় হতে চেয়েছি
অপূর্ণ রয়ে গেল দুরন্ত সেই ইচ্ছা - যেন টবের গাছ ।
চিলেকোঠার ঘরে একলা অন্ধকারে
খুঁজে চলেছি সুবাসিত রুমালটা - যেটা ছিল স্বান্তনা।