এতদিন পাখি দেখে এসেছি খাঁচায়
কতটা কষ্টে ওরা ডানা ঝাপটায় ।
বুঝি এখন আমরা রয়েছি খাঁচায়
কি করি বলি আছি কত বিষন্নতায় ।


সময় কেমন আলসেমিতে বয়ে যায় ।
নদী সাগর পাহাড় আকাশ ডাকে আয় ।
নিজের ভিতরে নিজেই থেকে যাই ।
এক একটা দিন দুস্বপ্নে ঢেকে যায় ।


তবু সূর্য কিরণ আলো দিতে ভোলেনা ।
পুর্ণশশী রাতকে মায়াময় করতে ছাড়েনা ।
বৃষ্টি বধুয়া বৃষ্টিতে ভিজে যায় অভিসারে ।
তবু শরীর মনের অসুখ যে সারেনা ।