আজ টিনার বিয়েতে রাহুল এসেছে
খুব ছোট থেকে ওরা পরস্পরের বন্ধু ।
কি একটা কারণে বরের বাবা
রেগে বিয়ের বরকে তুলে নিয়ে চলে যায় ।
নামে নিস্তব্ধতা যেন উত্সবে কেউ মারা গেছে !


রাহুল টিনার কাছে এগিয়ে যায়
এই বিশাল ব্যপারটা হালকা করতে ।
টিনার চোখের জলের ফোঁটা তর্জনীতে
নিয়ে হা হা করে হেসে রাহুল বলে -
''ঐ ফালতু ছেলেটার জন্য তোর চোখে জল ,
আমি না JUST সহ্য করতে পারছিনা ।
ওই ছেলেটা তোর বর হবার অযোগ্য।
তোর বর হবে ঠিক আমার মতন দেখতে ;
যেন রূপকথার রাজকুমার তাই না!
এবার অন্তত একটু হেসে বুকটা হালকা কর ;


টিনা হটাত কান্না থামিয়ে চোখ মুছে
রাহুলের হাত দুটো ধরে বলে ওঠে –
- এই রাহুল তুই... তুই... আমার বর হবি...
কথাটা বারবার প্রতিধ্বনিত হতে থাকে
আকাশে বাতাসে সারা বিশ্বজনে বিশ্বমুখে ...
রাহুলের চোখে মুখে অবাক বিস্ময় !!!!
যেন একটা নতুন যুগের সূচনা হতে চলেছে ।
ঠিক তখনি অতল গভীর নিস্তব্ধতা ভেঙ্গে চুরমার
নহবতের সুর তরঙ্গ ঘুমন্ত পাড়া আবার জাগায়।