সুন্দরীর আঁতুড়ঘরে প্রতিপদে ছড়ানো মৃত্যুর গন্ধ;
হেতালের হলদে সুবুজ লালে মৃত্যু ওত পেতে আছে।
কাদা মাটির শ্বাসমুল শুলে মৃত্যুরা প্রহর গুনে চলেছে;
সাধুর বেশে জলের কুমির মৃত্যুর সন্ধানে সকাল সাঁজে।
পেটের জন্য মীন খুঁজলে হবে! অতর্কিতে মৃত্যুর হানা,
কেওড়ার ডালে লাল কাপড় বাঁধা সে মৃত্যুর কথা বলে।
মধুর জন্য বাপের মৃত্যু মায়ের কাছে গল্প শোনে বাছা;
মধুবাবুর দাদনে মেহের আলীর সারা জীবন মরন বেগার।


আজ টেট পাশ শ্বাশতী জীবনের জন্যে সুন্দরীর গাইড।
ওর চোখে নোনা জল বনবিবির তাতে কিছু যায় আসেনা।
দিব্যি মিঠা জলে সন্তান সন্ততিতে রোজ পূজা পায়।
জল জঙ্গল বাদাবনের কত মায়া ছেড়ে আসা যায়না।
সম্বৎসর নানা উত্তাল তরঙ্গে লড়ে মরে সুন্দরীর কোলে।
জীবনে জুড়ে অন্ধকার তবু ওরা বুকে হাঁটে আলোর জন্য।