সূর্যের মুখটাকে আঁধারেতে ঢেকে দিতে উদ্যত চাঁদ।
আলোর পৃথিবীটাকে দখলে রাখতে পেতে রাখে ফাঁদ ।
দেখ চেষ্টা করে ওহে চাঁদ, হেসে সূর্য করে আশীর্বাদ
অন্তরে হাসে মহিয়ান সূর্য যা সত্য তা হোক প্রকাশিত ।


এমনি কেউ কেউ চায় এই ধরাভুমি করতে অধিকার
নিজেকে নিজেই ভাবে ধরাধামে আমিই আবির্ভূত অবতার।
গ্রহনের শেষে খসে যায় পলেস্তারা উন্মক্ত বিষাক্ত শরীর,
সেদিন জনতার দাউ দাউ রোষানলে সে পুড়ে হবে  ছারখার ।