ঝড়েতে বাসা ভেঙে পড়েছে থুবড়ে মাটিতেই
একটা মা বুলবুলি তার আশে পাশে ছটফটায় ।
ব্যস্ততার প্রতীক হয় ঘন ঘন তার চঞ্চলতায়
বারবার চিৎকারে ও যেন কারোর সাহায্য চায়।
জানলায় ঝড় দেখতে দেখতে আমার নজর পড়ে
কি যেন বলতে চায়, বুলবুলিটা অমন করে ?
সেইখানেতে গিয়ে ভাঙা বাসা সরিয়ে দেখি
চোখ না ফোটা দু দুটো বুলবুলির ছানা একি!


কি আর করি, ছানা এলো সটান ভিতর বাড়ি
কোথায় রাখব, কি খাওয়াব, ভাবনা চিন্তা ভারি।
সবার কথা শুনে তুলোয় তাদের  দুধ খাওয়ায়
কদিন পরেই চোখ ফুটল ওদের দুজনারই ।
ছড়িয়ে রোদ বুক পিঠেতে নরম পালক গজায়
একটার যেন করুন স্বর ঝরলো প্রাণ অচিরেই ।
আর একটা দিশাহারা এদিক ওদিক খুঁজে মরে
সাথীর জন্য হয়ত ওর মনটা কেমন করে!


ডানায় যেন ঢেউ লেগেছে একটু আধটু ওড়ে
পাকা ফলের মতন কেমন টুপুস করে পড়ে।
দিব্যি আছে আকাশ দেখছে, কি যেন মনে ভাবছে;
খাবার কথা মনে হলেই আমায় খুঁজে ফিরছে।
একদিন খেলনা কিছুই, ওকি আকাশে ফিরতে চায়
ভয়েতে সে জড়সড়, কাছে গেলেই পিছিয়ে যায় ।
আমার কেমন শঙ্কা জাগে, এও কি যাবে মরে!
একসকালে শুন্য বাসা! পাখী কখন গেছে উড়ে।