আজ তুমি নেই
আজ তোমাকে সাদা থানেতেই থাকতে জমি  
আজ আর চঞ্চলতা নেই
নিস্তব্ধ নিথর স্রোতহীন একটা ধূসর মরুভূমি
আজ রক্তিম মুখ নেই
কে বা করা যেন শুষে নিয়ে সব শোণিত ধারা
লেখনী গেছে ভেঙে
মুখ থুবড়ে পড়ে আছে নেই তাতে প্রানের সাড়া
বিজয়ের পতাকা বিবর্ণ
এমন একটা সকাল রাতের চেয়েও বেশি অন্ধকার
উন্নত মস্তক অবনত
কি করবে তুমি ? প্রবল আক্রোশে দেবেনা হুঙ্কার ?
বিন্ধ্যাচলের মতন মাথা তোল
অহংকারী আকাশটাকে দ্রুত ছুঁয়ে ফেলতে হবে
তোমার তুষার শুভ্র মুকুট
প্রথম সূর্য কিরণ দেখে আপমার জনগন জাগবে
মৃত্যুর অন্ধকার সরবে
পাখির কাকলিতে শোনা যাবে জয় সত্যের জয়
জয় জীবনের জয়
জয় মানুষের জয়