রক্তের বিনিময়ে আমার দেশ
সবার প্রানের প্রিয় বাংলাদেশ ।
সবুজের মাঝে প্রানের ছোঁয়া
সেই তো আমার প্রিয় বাংলাদেশ ।


দেশ জুড়ে কারা রাত্রি এনেছিল
কত যে রক্তনদী ঝরিয়েছিল ।
দাঁত আর নখে প্রাণ কেড়েছিল  
বাঁচার স্বাধীনতা চুরি করতে চেয়েছিল।


ঝড়ের মুখ হয়ে যিনি দাঁড়ালেন
তাঁর বজ্র ঘোষনায় দেশ জেগেছিল  ।
নির্ভিক যত স্বাধীনতাকামী সেদিন
জীবনের জন্য স্বাধীনতা চেয়েছিল ।


প্রতিবাদে প্রতিরোধে আমার দেশ
মুখোমুখি চোখ রেখে রুখে দিয়েছিল ।
অসম লড়ায়ে কত প্রাণ বলি হলো
তবু মুক্তিযোদ্ধারা শেষ হাসি হেসেছিল ।