তুলির শেষ আঁচড়ে আমায় জীবন দান করেছ শিল্পী ।
এই জীবন এই শরীর এই সবেতেই তোমার অধিকার।
আবরণ কিছু দিলেনা অথচ আভরণে আমি অলংকৃতা
দিলে উপহার তোমার মনের কাঙ্ক্ষিত কামনা বাসনার।


তুমি স্রষ্টা জাগতিক সৌন্দর্য তিল তিল চয়নে আমি সৃষ্টি
অঙ্গ-ভন্গিমায় শ্রেষ্ঠ লাস্যময়ী ওষ্ঠ চুম্বনে স্বর্গীয় অপ্সরা ।
পুরুষের পরশ পেতে উদগ্র এই স্বর্ণকুম্ভসদৃশ কুচযুগল
সর্পের ন্যায় নিতম্বে বেণীবন্ধ কুন্তল যেন নদী পাগলপারা।


করজোরে করি অনরোধ ওহে স্রষ্টা আমায় স্পর্শ করোনা
এই ওষ্ঠদ্বয়ে জমে আছে যুগ বঞ্চিত নারীর সঞ্চিত জহর ।
চুম্বনে যন্ত্রনায় নীল-মৃত্যু, পরশনে নিমেষে একরাশ ছাই
শিল্পীর অপমৃত্যু চাইনা জেগে ওঠো কেটে যাক স্বপ্নঘোর ।