তবু ও স্বপ্ন দেখা থামবেনা
একদিন স্বপ্ন দেখতে দেখতে
হারিয়ে যাবো পথের ধারে
কিম্বা সমুদ্রপারের ধূসর বালুকনায়;
কিছুটা রেখে যাবো প্রজাপতির ডানায়
কিছুটা আসন্ন ফসলের বুকে
কিছুটা থাকবে কিশোরীর আকাশ দেখার নেশায়
কিছুটা কিশোরের দুর্দমনীয় সাহসী প্রত্যয়ে
অভব্যের প্রাচীর ভাঙলে ওরায় ভাঙতে পারবে...


একদিন শুকনো কাঠকুটোয় আগুন জ্বলে উঠবে
একটু একটু ছড়াবে সেই আলোর দ্যুতি
আগুন নিয়ে খেলবে সবুজের সাথীরা
তারপর এগিয়ে যাবে এপাড়া থেকে ওপাড়া
পৃথিবীর একপ্রান্ত থেকে আর এক প্রান্তে।
বাধা আসবে উইপোকার ঢিবি থেকে
নিপুনভাবে অহংকারী ক্ষমতার ঘটবে প্রদর্শনী
দ্বিধা জাত ধর্ম বর্ণের অস্ত্রগুলো রক্তে মাতবে;
স্বপ্নযান থামিয়ে দিতে একের পর এক কলাকৌশল
তখনো কিন্তু স্বপ্ন দেখা থেমে যাবেনা।


এগিয়ে যাবেই স্বপ্ন দেখার স্বাভাবিক অন্বেষণে
কিছু স্বপ্ন প্রজাপতির ডানায়, কিছু ফসলের বুকে
কিছুটা আকাশ দেখার নেশায়,
বেশ কিছুটা সাহসী প্রত্যয়ে
ওরা যে পণ করেছে স্বপ্ন ডানায় উড়বেই
দুচোখে রেখেছে কোটি স্বপ্নের কুঁড়ি
সাম্যের সামিয়ানায় একদিন ঠিক যাবেই যাবে।


আজকের কবিতা কবি চিত্রলেখা দত্তের সৌজন্যে প্রকাশ করলাম।