স্বপ্ন ভাঙে ,স্বপ্ন ফুরায়, স্বপ্ন হারায়
নিঃশব্দ প্রাসাদ যেমন ভেঙে চুরমার হয়;
চুপিসারে নিরেট রাত্রি যেমন ফুরিয়ে যায়;
সময়ের মতন স্বপ্নেরাও একদিন হারিয়ে যায় ।


যে ভাঙে, যে ফুরায়, যে হারায়
সবটা কি ভেঙে যায় ?
সবটা কি ফুরিয়ে যায় ?
কিছুই কি না রেখে  শুধুই হারিয়ে যায় ?


ওই যে প্রাসাদের ধ্বংসস্তূপে মাথা তুলছে সবুজ
ওই যে ফুরিয়ে যাওয়া ইতিহাসের আস্তাকুঁড়ের দিনলিপি
ওই যে মরা সময়ের কোরকে অঙ্কুরিত আগামীর বীজ
ওদের উন্নত মস্তক ঔদ্ধত্যে আকাশে হাত বাড়ায়
জীবনের ওঠাপড়া একে একে ফসিল থেকে টুকে  নেয়
সময়ের কোরক এখন আন্দোলিত বাতাসের দোলায় ।


ওগুলো ভাঙা স্বপ্ন এখন উঠে দাঁড়ায় দৃঢ়তায়
ওগুলো ফুরানো স্বপ্ন সূর্যকরোজ্জ্বলে প্রাণ পেয়েছে
হারানো স্বপ্নেরা অবিশ্রান্ত বৃষ্টিধারার অবগাহনে উজ্জীবিত
ওরা কিছু জানতে চায় , বুঝতে চায়, দেখতে চায়
নিজ আধিকার বুঝে নিতে প্রতিবাদ করতে চায় ।