গিটারে সুর তুলে গান গাইব বলে
গিটার তুলে নিলাম, ধুলো জমে ছিল।
তারে হাত পড়তেই
বিকট শব্দে প্রথম তারটা ছিঁড়ে গেল।
রাস্তায় নিয়ন আলোর নিচে
দাঁড়িয়ে থাকা মেয়েটার কথা মনে হোল।
ওর কি জীবনের তার
এভাবেই বিকট শব্দে ছিঁড়ে গেছে।
একদিন আমিও অপেক্ষা করেছিলাম
তার নাম আর মনে করতে ইচ্ছা করেনা।
রাগ দুঃখ ক্ষোভ অভিমানের কুয়াশার ভিড়
সরে গেল সকালে ভিক্টোরিয়ার সবুজ মাঠে
পড়েছিল তাঁর রক্তাক্ত রুমাল।