কত জনপদ শহর ঘুরে তাকে পেয়েছি
নয় সে খুব অসামান্যা,
তবু আমার কাছে অনন্য অনুপমা।
দেখেছি অন্যের বাড়ির আঙ্গিনাতে
অবহেলা সয়েও অপূর্ব আলোক দ্যুতিতে।
গ্রীষ্মের দহনে সামান্য রুক্ষ বটে,
বরষা ধারায় ভিজে তুমি হও অপরূপা।
তখন আর চোখ ফেরানো যায়না
আঙুলের ডগায় জলচুমকি ধরতে ইচ্ছা করে।
ওমনি তুমি সেই অপ্সরার মতন
শরীর দুলিয়ে বাঁকা হাসিতে বলো
উঁহু এখন সময় হয়নি প্রিয়।


শরীর জুড়ে কালচে সবুজ রঙ তাঁর  
সমান্তরাল সাদা দাগে ভরা আঁখি পল্লব জমি।
যেন তোমারই আহ্বান শুনি - এসো না এসো
কলম দিয়ে লিখে রাখো তোমার শেষ কবিতাখানি।


এমন অখ্যাত এক বাজারে তোমায় পাব ভাবিনি;
তুমি ছিলে আমারই অপেক্ষায়
এ যেন ছিল তোমার স্বয়ম্বর সভা।
একদরেতে নিলাম তোমায় মালির থেকে কিনে
সেও বলল - আপনি চেনেন! তাই নিলেন আদর করে।
জবাব দিলাম -  বাঁদি করে রাখবনা তারে,
বসার ঘরে শৌখিন পাত্রে রাখব রানী করে।