এই জীবন ক্রমেই
বীজ থেকে অঙ্কুরিত হয়ে মহিরুহ হওয়া।
কেউ ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী কেউ আলোকবর্ষ জুড়ে;
নামে অনামে কাজে অকাজে
তাপে অনুতাপে আলো আঁধার বিকিরণে;
তাইতো...
ঝড় বাদল রোদ্র-তাপে নিজেকে বাঁচিয়ে রাখা...
অশুভ শক্তির উল্টোদিকে দাঁড়িয়ে
নিজ নিজ অধিকার একটু করে বুঝে নেওয়া।
আর এই দেওয়া নেওয়া
জুঝে নিতে নিতেই আকাশের তারা হয়ে খসে পড়া।
নিয়মানুবর্তিতায় এই পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া


তবে... আবার যদি ইচ্ছা হয়...
আশা তাই আশা জাগিয়ে রাখি চিত্তে
যদি আবার আবার আসি ফিরে
অন্য কোন নামে অন্য কোন কাজে...
এমনি উষ্ণপ্রসবনে নদীর স্রোতে
ভাঙা নৌকার মাস্তুলে বসে দেখে নেব।
আকাশ কালো মেঘ বৃষ্টি রোদ্দুর।
আর বুঝে নেব বা নিতে চাই...
কতটা ক্ষমতার অপব্যবহারে
সে পেতে চায় যাবতীয় সম্মানের উপঢৌকন।
যা তাঁর বিন্দুমাত্র পাপ্য নয় !!!
এই মেকী হাসিতে গর্ব হয়! তৃপ্তি মেলে?
দুচোখ জুড়ে কি সত্যি শান্তির ঘুম আসে?
নিজের কাছে নিজে খুঁজলে মিলবে কী সমাধান!