আজকাল যা চলছে সবই আমার একান্ত প্রেরণা।
দিনকাল ভালোই চলছে শুধু আপনি জানেন না ।
বাজে কথা বলে নিন্দুকে ওদের কথা ছাড়ুন না ।
নীল আলোয় আরাম কেদারায় উৎসবে মাতুন না ।


ওদের কথা আমি জানি ওরা শুধু চিৎকার করে।
মিছি মিছি দল পাকায় আর মিছিল করে মরে ।
সাগর থেকে পাহাড় জঙ্গল থেকে বন-বাঁদাড়ে।
চন্দ্র সূর্য খুব বাধ্য, আমি তো আছি লাগাম ধরে।


আমার চেয়ে সংস্কৃতি আর কে বোঝে বলুন না ।
ও আপনি তো ছাপোষা অত খবর রাখেন না।
সব ফিল্ডে আমার কি দৌড় দেখতে পান না।
বিদেশ থেকে উপঢৌকন পেলাম দেখলেন না !


উৎসব হব্‌ আলো জ্বলবে, আর শব্দ হবেনা।
তাও কি হয়! শব্দ আলো অল্প সল্প নিন না!
কি বললেন শব্দ যন্ত্রণা! আমাকে বঝাবেন না।
দিব্যি বৈতরণী পার হবো, এটা গল্প কথা না!