অ্যালমণ্ড বাদামের চামড়া ঢাকা তোমার চোখ,
কি করে আঁকে আকাশের এমন দুস্প্রাপ্য ছবি?
ধূসর হৃদয়ের জানলা খুলে কি করে ভেবে নাও ?
তরতাজা যুবক কি ভেবে ট্রামপেড বাজিয়েছিল।
বেলজিয়াম কাঁচের ঝাড় কি বাজনাদার যুবকের,
অসহ্য যন্ত্রণায় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল...
ভেঙে যাওয়া কাঁচের টুকরোয় এখন লক্ষ আকাশ।
রাত জাগা দেহ পসারিণীর শরীরে লাল লাল পিচফল
গায়ে হাতে পায়ে একের পর এক এঁকে চলেছে।
জঠর যন্ত্রণা দেহের পাশবিক যন্ত্রণাকে ভুলিয়ে দেয়।
যদিও কি এক কষ্টে ওরা কুঁকড়ে যাচ্ছিল
ওদের শরীর জুড়ে কি এসেছিল কাপিয়ে ধূম জ্বর...


     আমার আকাশ! আঁশ ধোয়া জলের মতন ধূসর।
ছাতা বর্ষাতিতে এগিয়ে চলেছি, গলি থেকে রাজপথ।
নগরপালিকার সৌজন্যে পথে অজস্র খানা খন্দর
আগামীতে হয়তো মৎস্য চাষের পরিকল্পনা আছে।
বাহন আর সারথির বদান্যতায় পথিকের মুক্তিস্নান।
কেমন একটা আঁশটে গন্ধ দেহ মনে ছড়িয়ে গেল।
রাস্তার ধারে ফুটপাথ জুড়ে চলছে বেচা কেনা
মাছের আঁশ রক্তে ধুয়ে যাচ্ছিল আমার ছোট্ট আকাশ।