তোমার সাথে দেখা না হলে ভালো হতো
কুসুম কোমল স্বপ্নগুলো ভিড় করত না।
অস্থির মেঘেদের ভিতর
আলো খুঁজে ফিরতে হতো না।
এই শহরের মিনারে নাম লিখে রাখতাম না।
সবুজ ঘাসের চাদরে আদর মাখতাম না।
বুকের অন্দরমহলে এত চাপ থাকত না।
নিছক সাদামাটা থাকত যাপিত জীবন।

তোমার সাথে দেখা হয়ে ভালই হয়েছে নন্দিনী
আমার কবিতায় কি সুন্দর গানের সুর বসে।
রাতের কালোয় একরাশ টগর ফুটে থাকে
খেয়া পাড়ের শেষে দেখি আলোকিত মুখ
জুঁই ফুল হাসিতে যন্ত্রণা ভুলানো কত সুখ
কাঙ্খিত তারার বৃষ্টিতে ভিজতে কত স্বস্তি।