কবে কোথায় মেঘ ছুঁয়ে গিয়েছিল ধানের ক্ষেত
বাতসের ঢেউ তোলা শিহরনে
জাফরানি ওড়নায় লজ্জা ছড়িয়ে রেখেছিল।
শিশির স্নিগ্ধতায় হীরের নাকছাবি জ্বলে উঠলো
পদ্মকলি টুপ করে সরোবরে জল ভরে।
চৈ চৈ হৈ চৈ করে হাঁসের দল শরীর ভেজায়।
তখনি হ্যাঁ ঠিক তখনি
মেঘ বোধহয় চুপিচুপি ঝুঁকে বলেছিল
তোমায় ভালবাসি...
সে কথা ছড়িয়ে গেল বন থেকে বনান্তরে
দিক দিগন্তে ভেসে বেড়ায় প্রতিধ্বনিতে
ভালবাসি তোমায় ভালবাসি...
কালো ভ্রমর ছুটে আসে ফুলের কাছে
বৃষ্টি ছুটে আসে মাটির বুকে
জল ছুটে যায় নদীর কাছে সে বার্তা নিয়ে
নদী সে প্রেমধারা বয়ে নিয়ে যায় মোহানায়।


তবু সহসা...


বজ্রের গর্জনে নির্জনে প্রান্তরে অকস্মাৎ স্তব্ধতা নেমেছিল।
তারপর অদৃশ্য কালো কাঁচের এপারে ওপারে
বিরহী মেঘে দৌড়ে বেড়ায় খুঁজে বেড়ায়
একে অন্যকে আজো ডেকে ডেকে ক্লান্ত হয়ে ফেরে
অকালেই বিরহের ভারী বৃষ্টি নেমেছিল।