শান্ত স্নিগ্ধ দীঘির মত স্বচ্ছতায় এসে দাঁড়ালে
এই দাবদাহে তরু তমালের ছায়া দরকার ছিল ।
শিশু বৃক্ষরা তখনও যে কঠিন জগতটা চেনেনি;
নতুন চোখে সুরমা এঁকে দিলে। তার দরকার ছিল।
বাতাসে যে কতখানি বারুদ বিষ মিশে আছে,
তা জনে জনে জানিয়ে দেবার দরকার ছিল।
ভালবাসায় কথা রাখতে কতটা মরিয়া হতে হয়,
অবশ্যই কিছু মানুষের অনুভব করার দরকার ছিল ।
এপার ওপার মিলন মেলায় পাশে থাকতে হয়।
কতটা অন্তরঙ্গতা থাকলে যন্ত্রণা ভুলে থাকা যায় ।
বুকের গভীরে কৃষ্ণচূড়ার রক্তিম মুক্তির কত আকুতি;
তাই, সেদিন তরু তমালের দৃশ্যমানতার দরকার ছিল ।