এ বড় সত্যি কথা হে...
ভিতরে বাইরে যখন উষ্ণ আবহাওয়া ।
মনস্তাপ কি করে হয় প্রশমিত?
মিতা, তবু ঝড় তুফানে জীবনতরী বাওয়া।
  
তাঁর ভাবনা জুড়ে শান্ত বটবৃক্ষ ছায়া
ছড়িয়ে রেখেছে সারাজীবনের মায়া।
তাপে অনুতাপে ভিক্ষা চেয়ে নেওয়া
তিনি অনন্ত চেতনা তাঁরই গান গাওয়া।

সে নাই শুনি সে নাই নাই
সে সম্পর্ক সীমার বাইরে।
সে আছে কেমন? কেন মনে হয়?
সে বড়ই জীবন্ত অনুভবের অন্তরে।