দারুন সুন্দর সব শব্দিত ঝঙ্কার
যেন পিনাকতে লাগে টঙ্কার ।
ওই শুনি গম্ভীর নাদে ওঙ্কার
মেঘমুক্ত মন রাত্রি গেছে শঙ্কার।


কত কি জমা হৃদয়ের পরতে পরতে
কত মান অভিমান লুক্কায়িত স্থানে অস্থানে।
নদীর মতন চরা পড়ে, পলি জমতে জমতে
চরৈবেতি জীবনের জনবসতি দিনে দিনে।



যে যা বলে বলুক আমি আমার মত
আমার মনে যত আনন্দ আর ক্ষত ।
লিখে যাই এঁকে যাই ছবি কত শত
কে দেখে না দেখে লিখে যায় অবিরত।