ভাগ্যিস জোনাকি ছিল
তাই তোমার মনের কথা বলে দিল।
তা নাহলে অন্ধকারে হারিয়ে যেত পথ
খুঁজে খুঁজে ফুরিয়ে যেত ফুলশয্যা রাত।

তুমি আমায় চুমো দিতে
চাঁদের মতন মুখটা করে।
আজ একলা ঘরের রাতে
মাগো তোমায় মনে পড়ে ।

এই প্রবিত্র অসন্তোষ,এই দুর্নিবার আক্রোশ
মেঘাবৃত স্বপ্নের পরিব্যপ্ত আকাশ;
বন্ধ্যা রাজনীতির ফসলে উদ্ভ্রান্ত আর হতাশ।
এই ভাবনাতে হবো বিদ্রোহী নাকি ছড়াব ত্রাস !