দূর থেকে ভেসে আসে পূরানো সুর
সে বলে যাবে কোথায় মধুপুর?
হেসে বলে তবে যেওনাকো বেশি দূর
সে আছে বড় কাছে আনন্দ হৃদয়পুর।

ভাবনায় বটবৃক্ষ ছায়া
এই জীবন জুড়ে মায়া;
কিছু বলে যায় দগ্ধ কায়া
এভাবেই দহন নদী বাওয়া।

সে নাই শুনি, সে নাই নাই
সে সম্পর্ক সীমার বাইরে।
সে আছে! কেন যে মনে হয়
সে বড়ই জীবন্ত অনুভব অন্তরে।