অন্ধের দেবী আইন দেখায়
বোবারা তখন কথা শেখায়।
কালা মানুষ শোনে বেশি
খুদায় কেবল মরছে চাষি।


থেমে যাবে একদিন যুদ্ধ
উচ্চারিত পবিত্র মন্ত্রে মুগ্ধ।
আত্মিকতায় সবাই শুদ্ধ
এসো,ভাঙি কারা রুদ্ধ।


ভৈরবী সেতারে
বলে শুধু আহারে ।
মাছরাঙা রোদ্দুরে
যাবি নাকি আজ ফিরে।