বিষ থাকবেই যেন তুমি অমৃত খুঁজে নাও
মৃত্যু অবশ্যম্ভাবী তুমি জীবন বুঝে নাও
দানব সমাজে থাকবেই মানুষ চিনে নাও
আতঙ্ক সরিয়ে দিয়ে আনন্দ এনে দাও।
মনের ভিতর গজ গজ করে দাবার চাল
বুঝে ও নাবোঝা দেশের কি হবে হাল
ইচ্ছা করে ভুলে গেছি প্রতিশ্রুতির কাল
যা করেছি বেশ করেছি লোপাট সব বামাল।
বুকে কি তোমার বয়ে চলে তৃপ্তির তাপ্তি নদী
সাত জন্মের ইচ্ছা রেখেছি সাঁতার দিই যদি
ছল ছলনায় আঁকড়ে থাকি রাজ ক্ষমতার গদি
চোখ থাকলেও অন্ধ, আমি যে নই বোধি।