ছেলেটা আমার শান্তিতে নেই মোটে
আমিতো মা, মুখ দেখলেই বুঝতে পারি।
ছেলের মুখটা আষাঢ়ের মেঘের মতন কালো।
দুটো সংসার করবার কি সত্যিই দরকার ছিল?
একটা বাড়ি আছে, আবার আর একটা বাড়ি লাগবে।
অত আশা ভালনা বাপু, কি করে পারবে বলতো!
আমার যে ওই একমাত্র একরত্তি সোনা।
ছেলেরা হোল গিয়ে হীরের আংটি
ওদের কোন দোষ নেই।


মেয়েটা আমার ভালো নেই জামাইটা মনের মতন হলনা।
আমরা এদেশে, ওরা থাকে ওদেশে নাতি কে নিয়ে
ইচ্ছা করলেই তো আর সেখানে যেতে পারিনা।
এখন মেয়ের পাশে থাকা খুব দরকার।
কখন যে কি করে বসে কে জানে।
সঙ্গদোষে স্বভাব মন্দ হয়েছে;
আগে যদি সবটা জানতাম
মেয়ের বিয়ে দিতাম না।


যতই হোক সে আমার স্বামী
যদি ভুল পথে চলে যায় দেখা দরকার।
সে যে জীবন মরনের সাথী থাকব চিরকাল।
আগুন সাক্ষী শপথ! কখনো কি ভুলে যেতে পারি ?
ঢাল হয়ে পথ আগলাবো প্রকৃত শ্রীমতীর মতন ।
দরকার হলে হয়ে যাব ছিন্নমস্তা দুর্গা;
করুণা গঙ্গা হয়ে ঘুম পাড়াবো।


আমিই যে তার একান্ত আপন।