পাহাড় ঘেরা ত্রিপুরার আগরতলায় আনন্দ সন্ধানে
ভুবন সেরা বাংলা কাব্যমেলা বসবে সেই পরমক্ষনে।
মিলব সেইখানে আনন্দগান বাজবে যখন প্রাণের সুরে;
তখন মিলনমেলায় ফাগুন বাতাস
            বইতে থাকবে হৃদয়পুরে।


পথেরই সব ক্লান্তি ভুলে আকাশের মেঘ সরিয়ে দিয়ে,
নিত্যকাজের জগত ফেলে সীমানার যত বেড়া ডিঙিয়ে,।
তৃষ্ণা মিটাব মেঘবালিকার গান গল্প কবিতার সুরে
তখন মিলনমেলায় ফাগুন বাতাস
              বইতে থাকবে হৃদয়পুরে।।


আলোর মালায় উঠবে সেজে, মঙ্গল শাঁখ উঠবে বেজে
প্রাঙ্গনে কল্পনারই আল্পনা অঙ্গনেতে আনন্দগান বাজে ।
হৃদয়ের আঁধার পিঞ্জরে আলোর কণা ঝিলিক দিয়ে পড়ে  
তখন মিলনমেলায় ফাগুন বাতাস
              বইতে থাকবে হৃদয়পুরে।