ওদের মানুষ বলেই জানি
কেউ বলে মঙ্গল কেউ অমঙ্গল,যাত্রা শুভ অশুভ।
জন্মলগ্নে নির্ধারণ হয়ে যায় সে পুরুষ না নারী।
কেউ বলে লক্ষ্মী এলো ঘরে
কেউ বলে বংশ রক্ষা হবে মিষ্টি বিতরণ করো।
কখনো কখনো এমন শুনে আঁতকে ওঠে কেউ।
ও যে তৃতীয় লিঙ্গ ছিঃ ছিঃ


ওদের আশায় সবটা কালো দাগ এঁকে দেয় সমাজ।
যেন অন্য কোন গ্রহের, পায় যথেষ্ট অবহেলা
দেওয়া হয় সকাল সন্ধ্যে নিত্য যন্ত্রণা।
সমাজ ছেড়ে বাধ্য হয় খুঁজে নিতে
অন্য এক জীবন।
ওদেরও আছে প্রেম ভালবাসা জীবন মৃত্যু
আমরা বুঝেও বুঝিনা রহস্য খুঁজি সবেতে।


ওরাও আজ ভীষণ লড়ছে
উঠে আসছে একে একে সামনের সারিতে।
মানুষের নজর আরও উদার হোক।
প্রকৃতির বৈচিত্র্য রূপকে স্বীকার করে নিক
ওরা আদিতে ছিল
রয়ে গেছে ইতিহাসের পাতায় পাতায়;
ওরাও থাকবে এই বিশ্ব সংসারে জুড়ে।