দিনকাল পাল্টেছে, পাল্টেছে রঙ, ভুগবে নিজেকে না পালটালে;
দিনকাল বলছে নতুন মুখোশ পড়ে নাও পুড়নোটা দাও ফেলে।
দিনকালে নিয়মের রক্ষীরা যে ক্রীতদাস, চোখে মুখে তারি ছাপ।
মিথ্যা আস্ফালন, দিনকাল জানে পরিচিত ফোনে কে কার বাপ?


জমি কার? পেশিতে বল যার! দিনকাল সময়ের নিরিখে পাষাণ ।
হে দিনকাল বিত্ত তোমারি, প্রণামীটা রেখে দেখো মুস্কিল আশান।
জানি দিনকাল এমন রবেনা,একদিন সমস্বরে ফিরাবই হৃতগৌরব ;
ঘোচাতে মিথ্যায় সততার রাজ, দিনকাল শিক্ষক চেতনাতে সৌরভ।