দূষণ দৈত্য পেশী ফুলিয়ে করছি হা হা হুঙ্কারে সিংহনাদ;
দূষণের অসুর সৃষ্টি করেছ, অচিরেই স্রস্টারে করবো নিপাত।
ছড়িয়েছি দূষণ দশদিশা বায়ুমন্ডলে, এখন আমি যে বাহুবলী ;
অগ্নি জল মাটিতে মৃত্যু নেই, দূষণ কল্কি রূপে ঘোর কলি।


শত হাসিমুখ বিজ্ঞাপনে কত দূষণ? দেখাতে চাও কত মহিমা?
দূষণ রুখতে কত আয়োজন,বর্জন করতে গাও আমারই গরিমা;
শব্দ আলোর এতো প্রাচুর্য্য, তোমাদের হাসিতে দূষণ বারবারন্ত;
শপথ নাও রুখতে করো বর্জন,সবুজের গানে জাগাও দিকদিগন্ত।