একলা নিজের থেকে নিজেকে আজ দিয়েছি দীর্ঘ অবসর।
আমার একাকিত্বে প্রবেশ নেই অন্য কারোর এই পৃথিবীর।
তবুও একলা এক বেহালা বাদকের করুণ স্বরের রাগিনী ;
একান্ত একলা অবস্থানকে তাড়া করে ফেরে এক বাঘিনী ।


চাইনিতো নিস্তরঙ্গ একাকিত্বে কোনো অতীতের ঝংকার;
একাকিত্ব নিরবে পৃষ্ঠা উল্টায়,খুব চেনা কাগুজে স্বীত্কার।
তীরের ফলার মতন একলা আঁধার ঘরে আলোর প্রবেশ ;
একাকিত্বের ভাঙা টুকরো,আত্মীয় সন্ধানে পড়ছে মুখোশ।