অধোমুখে সে চলে যায়, যে ছিল একদিন অনন্য অপরিহার্য;
একদিন সে এসেছিল সন্ধ্যার মুখে নিয়ে এক শরীর সাহায্য।
খুশি উপছে উঠেছিল, সারা পরিবারের প্রতি বিষন্ন মুখে মুখে;
পরম যত্নে সুস্স্থতা দিয়েছিল,স্বপ্নে ঘুমে জাগরণে সুখে অসুখে।


গানের আসর গুনগুনিয়ে ওঠে, বেহাগ ভৈরবীর মীড়-এর সুরে ।
রোদ্দুর বৃষ্টি ঝড়ে বুকের পাঁজরে, বাসা বাঁধে ঘুনপোকা ধীরে ।
এখন জীর্নতা শরীরের ভাঁজে ভাঁজে, ডাক এসেছে হতে ইতি;
নবসাজে এসেছে আরাম জিয়নকাঠি, তাই সে হয়ে যাবে স্মৃতি।