মুখ নাকি এই মনেরই স্বচ্ছ একটা আয়না
এই মুখেতে রোদ্র ঝরে, আবার ঝরে ঝরনা।
মুখেই ছিল ভরা ভাদরের এক আকাশ বৃষ্টি
সেজন চন্দ্রমুখী জোত্স্না ঝরিয়ে অপূর্ব প্রেম সৃষ্টি ।


মুখ দেখাদেখি বন্ধ, চোখ থাকতে অন্ধ হয়ে যায়;
তবু সূর্য্যমুখী সূর্যের পানে চেয়ে সূর্যের গান গায়।
চাঁদপানা মুখ খুকি হয়েছে, তাই শাশুড়ির মুখভার,
মোম-মিছিলে প্রতিবাদী মুখ ফিরে আসে বার বার।