সেইতো তুমি এলে রাতের বৃষ্টি ঝরায়
মনের ভিতর গুমোট বিষণ্ণ এক বাতাস
কি হয় কি হয় আতঙ্ক, মরুঝড়ের ভয়
উড়ল কত বালি শুকনো পাতার রাশ।
   জোনাকি আলোয় দেখি তোমার আসার আভাস।


বোগেনভেলিয়ায় তাইতো হাজার ফুলের মেলা
কালকে যারা মুকুল ছিল আজ ফসলের বান
হৈ হৈ করে মরা গাঙে জোয়ার উথাল পাথাল
রক্তিম তখন আপনমনে শব্দে দেয় তুলির টান
   কে কোথায় আছো সব্বাই গাও ঐক্যের গান।।