অন্ধকার গেলে আসে আবার আলো
তোমার আমার সবার হয় যে ভালো ।


ভালো লাগেনা একা একা তুমি না এলে
পায়ের চিহ্নটুকু রেখে কোথায় চলে গেলে ?


বলো স্মৃতিটুকু কেন রেখে গেলে চলে ?
শয়নে স্বপনে ওরা কত যে কথা বলে ।


বলেছিলে আসবে বাতাস নিয়ে বৈশাখীতে
বৃষ্টি নিয়ে আসবে আবার ঝরা শ্রাবনরাতে ।


রাত ফুরালে আসবে জানি শিউলি ঝরা প্রাতে
হিম ঝরানো রাতে, ছাতিম ফুলের গন্ধ নিতে ।


নিতে মুছে চোখের জল সবার অলক্ষ্যেতে ;
জানি কেমন মন করে বিসর্জনের বাজনাতে?


বাজনা শেষের রেশ মিটতে না মিটতে
কনক বরণ ধানের পরব এলো অঘ্রানেতে ।


অঘ্রান এসেই ফুরিয়ে গেল এলো যে ফাগুন
তুমি নেই তাই পোড়ায় আমায় পলাশ আগুন ।