তুমি তো কবি
তাহলে কেন সাধারণ মেয়েটাকে অসাধারণ করলেনা ?
ওর যে ইচ্ছেগুলো
অবলীলাক্রমে বাধা অতিক্রম করিয়ে দিতে পারতে ।
স্রোতস্বিনী নদীর মতন
এগিয়ে যেতে পারত গ্রাম নগর ছুঁয়ে সাগর মোহনায় ।
দুরন্তগতিতে হরিণের মতো
ছুটে ছুটে যেতে পারত মাঠ পাহাড় বন্দরে বন্দরে ।


তুমি তো কবি
অসীম শক্তি দিয়ে করে দিতে অসুরবিনাশিনী ।
বন্ধঘরে বন্দিনী হয়ে
বার বার হতে হতোনা পুরুষের অঙ্কশায়িনী ।
প্রদীপের নিচে আঁধারের মতো
আলো ছড়িয়ে নিজেকে থাকতে হতোনা আঁধারে ।
ভাঙ্গাচোরা শুন্য হৃদয়টাকে
ইচ্ছাপূরণের মন্ত্র দিয়ে নতুন একটা জীবন দাও ।
তুমিই পারবে তুমি তো কবি !