অনেক ভুলের মাশুল দিয়েছ আর যেন ভুল না’ হয়।
নিজেই নিজেকে চিনে নাও, নিজের পূবের আলোয়।
চলো চলো যাই উজানের স্রোতে স্রোত মিশিয়ে
               যেতে হবে মোহানায়।


অনেক দিন বয়ে গেছে, দেখেছ শুধুই মরীচিকা
যা কিছু তোমার পাবার ছিল,পেয়েছ কি সবটা?
এবার যে হবে বন্ধ্যা মাটিতে ফসল ফলাতেই।
তাই, চলো চলো যাই উজানের স্রোতে স্রোত মিশিয়ে
               যেতে হবে মোহানায়।


দিনের আলোয় ছড়িয়ে ছিটিয়ে,
            কি ভীষণ অন্ধকার!
হাতে হাত রেখে পাশে থাকো সাথী,
সময় এসেছে এবার অধিকার বুঝে নেবার।


আর কেন বল থেকে যাবে, কপালের দোষে ধুঁকে ধুঁকে।
তোমার আমার স্বপ্নটাকে যত্ন করে জাপটে ধরো বুকে
জানিয়ে দাও দিকে দিকে, দিন বদলের বাজনা বাজে।
তাই, চলো চলো যাই উজানের স্রোতে স্রোত মিশিয়ে
              যেতে হবে মোহানায়।