দিচ্ছি দেবো করে করে কেটে গেল কয়েক যুগ বছর
তীর্থের কাক আশায় আশায় জেগে থাকে রাতভর।


এই বুঝি আসে স্বর্ণরথে চড়ে দাশরথি পূর্ণ সম্ভারে
বুকের ভিতর স্বপ্ন আশা আহা দেখিব আজ তাহারে।


হাসি মুখে প্রভু ভিক্ষা পাত্রে উদার হস্তে দিয়ে যায়
আহা কি যেন পেলাম খুদ কুড়া উদরপূর্তি তরে।


ভিড়ের ভিতর থেকে কে যেন কহিল সীতা কোথায়?
শুনিয়া দাশরথি স্মিতহাস্যে দেখে উত্তর নাহি দেয়।


সীতা কাঁদে অশোক কাননে দুঃখিনী নাই তাঁর মতন
জনতা জনার্দন কহে উন্নয়ন তরে সীতা করেছি বিসর্জন।