উপহার কিনব বলে ফিরে আসছিলাম  
ওখানে আজ হাজার মানুষের ভীড় ।
সবার প্রয়োজন যখন ফুরালো ...
সেখানে আর কিছুই ছিল না ।


তবু চোখে পড়ে গেলো একটা লাল লকেট
ওটা তো এখন কেউ নেয় নি ।
ওটা যে ভীষণভাবে কাছে টানছে
আমি কি লাল রঙের লকেটটা পেতে পারি ?
না পারেন না ওটা যেই নেয়
    সেই পরেরদিন ওটা ফিরিয়ে দিয়ে যায়।
কারণ... কারণ  নাহয় নাইবা জানলেন।
     যান বাড়ি ফিরে যান ।
ফিরিয়ে দেবেন না, আমাকে ওটাই দিন ...


বাড়িতে এসে ওকে পড়িয়ে দিতেই
ছবির ভিতর থেকে স্মিত হাস্যময়ী
   সে আমার সম্মুখে উপস্থিত ।
ঝংকার তুলে অনামিকা বলে -
উপহার সুন্দর হয়েছে ! আমার ভীষণ পছন্দ,
এখন বলতো - আমাকে কেমন লাগছে ।
এখন কি আমি অনন্যার চেয়ে বেশি সুন্দরী !
আমার মাটিতে পা ছিলনা , মুখেও কথা ছিলনা...