শিক্ষার অন্তর্জলি যাত্রার সময় হয়েছে
আপনি আমি সবাই কিন্তু ভালই জানি;
জানা স্বত্বেও চোখ বন্ধ করে রাখছি।
কারন, আমরা কেউ বিতর্কিত হতে চাইনা।
অন্ধকার একটু একটু ঘনিয়ে আসছে।


ভাষার বিসর্জন হচ্ছে খুব দ্রুততার সাথে
আপনি আমি তবু নিত্য হাততালি দিচ্ছি;
দিতে হয়। নাহলে পিছিয়ে পড়তে হয়।
না চাইলেও মুখ থেকে নির্গত করি জয়ধ্বনি।
কুয়াশারা ঘিরে ঘিরে চক্রবুহ্য রচনা করছে।


সংস্কৃতি ডুবছে টাইটনিকের মতন নিল সায়রে
আপনি আমি আছি সেই জাহাজের সহযাত্রী ;
শরীরে যেন বল নেই, মুখে যেন ভাষা নেই
হাতে পায়ে অদৃশ্য শৃঙ্খল, তবু নই ক্রীতদাস!
দিন যায় দিন আসে, উপরোধে থাকি উপবাস।


মাধুকরী বৃত্তি শিখে নিয়েছি চরম সুকৌশলে
মধুকর মধু খেয়ে খেয়ে স্ব-ইতিহাস রচে যায়।
কলুর বলদ অহরহ থাকি তাঁর হুকুম তামিলে;
নতুন দিনের চিৎকাঁর তৎক্ষণাৎ হয় কণ্ঠরোধ।
তাই, মিথ্যে হাসির খুশিতে বলি ''ভালো আছি''