সব তারার আলো পৃথিবীতে আজো পৌঁছায়নি
সব ফুল এখনো হয়তো ফোটেনি
পৃথিবী জুড়ে স্বপ্নেরা এখনো চোখ মেলেনি
জাগতিক সব গান আজো শোনা হয়নি
আজো অশ্রুত অদর্শন অপ্রাপ্তি রয়ে গেছে...
তবু জীবন বয়ে চলেছে
ঠিক নাম না জানা যেন এক নদী
একদিন সে নিশ্চয় খুঁজে নেবে তার ঠিকানা
পায়ে পায়ে পৌঁছে যাবে মোহানায়।
তারপর মিশে যাবে হারিয়ে যাবে
চিরদিনের জন্য অকাতরে... বিলীন হবে।


স্বাদ গন্ধ বর্ণ সবটা বিলিয়ে দিয়ে পঞ্চভুতে
যেটা পেলুম জীবনভোর হাসি কান্নার দিন যাপন;
এক চাঁদোয়ায় রঙিন ঘুটি খেলা খেলতে খেলতে
একদিন সাদা কালোর আড়াই চালে
হয়ে গেলুম এক্কেবারের জন্য কিস্তিমাৎ...
তখনো মুখে রেখে দিয়েছি স্মিত হাসি।


ভালো থেকো বন্ধু ...
এমনি করেই ভালো থাকতে হয় জীবন সংসারে।