শ্বেতা সেইরাতে ঠিক সময়ে যথাস্থানে
অসীমের জন্য অপেক্ষা করতে করতে
         ধীরে রাত গভীর হয়ে গেল ।
মনে অনেক কুচিন্তার মেঘ দেখা দিল ।
তাহলে অসীম কি তাকে ঠকালো ।
রাস্তার উল্টোদিক থেকে হন্তদন্ত হয়ে
  গাড়ী থেকে এগিয়ে এলো
সে ছিল শ্বেতার হবু বর অনির্বান ।
এক নিঃশ্বাসে সে বলে গেল -
কোনো প্রশ্ন করবেনা উত্তর দিতে পারবনা ...
চুপচাপ গাড়িতে উঠে, এসো সময় খুব কম ।


সিটি হসপিটালের ৯১৯ নম্বর বিছানায়
দেখে শান্ত গভীর ঘুমে শায়িত অসীম ।
অনির্বান বলতে থাকে ও আমার বাল্যবন্ধু
তোমাকে না পেয়ে ও পৃথিবী ছাড়তে চেয়েছিল...
ওকে নিমন্ত্রণ করতে গিয়ে বুঝেছিলাম,
ও ভালবাসে ওর প্রকাশ ছিল দিনের তারার মতন ।
তুমি ও অসীমকে প্রানের চেয়ে বেশি ভালোবাসো
আমি তৃতীয়পক্ষ না'হয় চিরকুমার থেকে যাব ।
শ্বেতা কথা দাও, তুমি ওকে  গ্রহণ করবে,
ভালবাসার পতাকা আকাশে উড়িয়ে দাও ।
     যাও ওর কাছে এগিয়ে যাও
     ... বাকি কথা পড়ে হবে ।