বাংলা আমার প্রাণের ভাষা আমি কি ভুলতে পারি।
বাংলা আমার মায়ের ভাষা আমি কি ভুলতে পারি।


সেদিন দিনের আলোয় রাত্রি নেমেছিল
চোখে চোখে রেখে আধিকার চেয়েছিল
বুকের ভিতর আগুন দুচোখে ফুটেছিল
আগুন নেবাতে বন্দুক গর্জে উঠেছিল।
   তাতে আগুন কি নিভেছিল?
   আগুন আরো দ্বিগুন জ্বলেছিল।


বাংলা আমার প্রাণের ভাষা আমি কি ভুলতে পারি।
বাংলা আমার মায়ের ভাষা আমি কি ভুলতে পারি।


ভাইয়ের তাজা রক্তে রাজপথ ভেসেছিল
লাল রক্তে রাজপথ জুড়ে পলাশ ফুটেছিল।
সাগর মাটি আর পাহাড়ে সে খবর রটে গেল।
ভাষার জন্য আমার ভাই ইতিহাস হয়ে গেল
    ভুলতে পারিনি সেদিনের কথা।
    এখনও হৃদয়ে বাজে সেই ব্যথা।


বাংলা আমার প্রাণের ভাষা আমি কি ভুলতে পারি।
বাংলা আমার মায়ের ভাষা আমি কি ভুলতে পারি।