একবুক ইচ্ছাতে আজ আবার স্বাধীনতা দিবস
যে স্বপ্নগুলো মুক্তি খুঁজেছিল
তারা কি পথ খুঁজে পাবে ?
যে আলোর দরজাটা বন্ধ হয়েছিল  
সেই দরজাটা কি খুলে যাবে ?
না খেতে পাওয়া মানুষগুলো
পাবে ! পেট পুরে দুবেলা দুমুঠো !
যে মেয়েটা অন্ধকারে হারিয়ে গেছিল
সে কি ফিরতে পারবে এমন আলোর দিনে ?


একটা চড়ুই উড়বার ইচ্ছাতে ডানা মেলেছিল
ওর পালকে রক্তছবি বাজ পাখির নখের আঁচড়ে
ভোরের কাগজে রাষ্ট্রপ্রধানের পাতা জুড়ে ছবি !
সূর্যের রক্তিম আভা তাঁর চশমাতে প্রতিফলিত
মুখে তাঁর প্রশান্ত মহাসাগরের উজ্জল প্রশান্তি
দুরবিনে দেখে নিতে হয় সেই খবর...
''অতর্কিতে দেশের সীমানায় আবার হামলা,
দেশের অতন্দ্রপ্রহরীরা জানের বদলে মান রেখেছে ।''
আবার আর একটাদিন হবে স্বপ্নের দিন গোনা ।