অসীম শুন্যতায় কিভাবে একজন হারিয়ে যায় ?
উঠোন তুলসীমঞ্চ থালা বাটি আর হুইলচেয়ার
হাতে বোনা আসনখানি আলনাতে ভাঁজ করা ;
সব যেখানে যেমন থাকার কথা তেমনি আছে ।


শুধু কিছুতেই যেন অঙ্কটা মেলাতে পারছিনা ।
একযুগ আগের মেয়েটা দুরন্ত চড়াই-এর মত,
যে চাইতো সংসারের হাল হকিকত ফেরাতে ;
অকস্মাৎ দুর্ঘটনায় হুইলচেয়ার একমাত্র সাথী।


তবু তো নিঃশব্দে হার মেনে নাওনি মেঘমালা
একটু একটু করে তবু সাজাও স্বল্পপরিসরে!
তোমার অসীম মহিমা তোমার বৃষ্টি ধারা যতো
নিজের কষ্ট কতদিন আর ঢেকে রাখবে অন্তরে।


আজ মিথ্যে হাসিতে যন্ত্রনাগুলো ঢাকতে হবেনা
আজ তোমার দীর্ঘ ছুটির আবেদন মঞ্জুর হয়েছে।
আজ বুঝি আকাশে একটা নতুন তারা হাসবে ;
হুইলচেয়ারের হাতল দুটো জোত্স্নাতে ভিজবে ।।