আমার ভিটে-মাটিতে আসে না তেমন কেউ
তাই, পানির স্থিরতা ভেঙে  ওঠেনিকো ঢেউ
আমার সংসারে নেই বিবিধ সংস্কারী তিথি
আজই বিকেলে এসেছেন অধরা অতিথি।


উল্লেখ্য কিছু নেই, তাই রাখিনি নেমপ্লেট
সর্বদা উন্মুক্ত আমার কুঁড়েঘরের গেট
আগাছা মাঝে ঘুরেফিরে করেছেন গৌরব
এরই মাঝে বেঁচে থাকে নাকি বুনো সৌরভ


আমার উঠানে লাগানো কাব্যের কিছু চারা
দেখুক সব পথিক, এই পথে যাবে যারা
এত যত্নে পড়েনি কেউ আমার কাব্য লতা
পড়েছো শুধু তুমি হে আমার অপরিচিতা।


আবার এসো অধরা অতিথি আমার ঘরে
কাব্যনিষ্ঠ পাঠক হে তুমি আমার অন্তরে।